How to fix bangla font problem in windows 7/8/10 and XP? This is very easy to solve the font problem of Microsoft Word bangla type. This is not bangla font issue of MS Word or Bijoy. Just uncheck some of the trick and done. You can solve the font problem of online like Facebook, Chrome, Mozilla Firefox or any other browsers. This is the good solutions for all bengali writers. After pressing the space bar the font will change automatically but it is very easy to solve. This is Microsoft Word bang tutorial for Bijoy SutonnyMJ new users.
বর্তমান যুগে মাইক্রোসফট ওয়ার্ড এমনই একটি সফটওয়্যার যা কি না সবার জন্যই প্রয়োজনীয়। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে সারা পৃথিবীর জন্য একটি বহুল জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। কম্পিউটার ব্যবহারকারীদের কাছে কিংবদন্তী প্রোগ্রাম হিসেবে চিঠিপএ লেখা, অফিসিয়াল কাজে, দলিল-দস্তাবেজের কাজ তথা প্রকাশনা সংক্রান্ত যাবতীয় কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়।কিন্তু অনেকেই বাংলা লিখতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এটি কিন্তু আদৌ কোন সমস্যা নয়। খুব ছোট একটি অপশনের কারণে এটি হয়ে থাকে । আর তা হল অটোকারেক্ট অপশন। তবে অবশ্যই ইংরেজি লেখার জন্য এই অটোকারেক্ট বেষ্ট।অফিস ২০০০, ২০০৩, ২০০৭, ২০১০ ইত্যাদি ব্যবহারের সময় কিংবা উইন্ডোজ এক্সপি, ৭/৮/১০ বা বিজয় বাংলা ব্যবহারের সময় স্পেস বার চাপ দিলে অনেক ফন্ট ভেঙ্গে যায়। যার সমাধান এই ভিডিও টির মাধ্যমে দেখানো হয়েছে। বাংলা ফন্ট সমস্যা উইনন্ডোজ ১০। বাংলা টাইপ সমস্যার সমাধান । উইন্ডোজ ১০ বাংলা টাইপিং সমস্যার সমাধান। ফন্ট চেঞ্জ করতে সমস্যা।