Wednesday, October 27, 2021

Computer Restart Continue Problem Solved automatic restart ১০ টি সমস্যা ও সমাধান টাকা বাঁচান

How to fix automatic restarting problems of a Computer or Laptop? কম্পিউটার বারবার চালু ও বন্ধ হচ্ছে, সমাধান করুন নিজে নিজেই এবং টাকা বাঁচান। কমপক্ষে ৫০০/- টাকা থেকে ১০০০/- সেভ করুন। একবার ট্রাই করতে দোষের কি? কাজটা শেখা হল, তাই না। Solution for Windows 7/10 Computer is restarting again and again and showing blue screen error. Here is the solution. You can solve the restarting problem easy way. 

This tutorial discus on how to fix PC/Computer startup problems windows XP, 7 or 10. How to fix Computer that turns ON and OFF, PC problems and solutions, Laptop restart automatically problem, How to Fix Windows 10 startup problems



#earning_from_learning
#আর্নিং_ফ্রম_লার্নিং
#PC_Restart_Problem



কম্পিউটার বারবার রিষ্টার্ট নিলে প্রাথমিকভাবে আপনি কি কি কাজ করতে পারেনঃ-
তাৎক্ষণিকভাবে সার্ভিসিং সেন্টারে না যেয়ে, অর্থ অপচয় না করে,
নিজের কাজ নিজে করে ৫০০/- টাকা সেভ করার চেষ্টা করতে পারেন।

প্রথমেই ইলেকট্রিসিটি সংযোগ বিচ্ছিন্ন করুন। তারপরঃ

র‌্যাম সমস্যাঃ
১। র‌্যাম খুলে পরিস্কার করে আবার লাগিয়ে দেখুন। একটা ইরেজার বা রাবার দিয়ে র‌্যামের সংযোগস্থল সমুহ পরিস্কার করে আবার লাগিয়ে দিন এবং পিসি চালু করে দেখুন।

কুলিং সিস্টেম সমস্যাঃ
২। প্রসেসরের উপরে যে ফ্যানটি থাকে এটি যদি ঠিকমত কাজ না করে বা প্রসেসর প্রয়োজন মত ঠান্ডা না হয়ে অতিরিক্ত গরম হয়ে গেলে পিসি রিষ্টার্ট নিতে পারে। এজন্য পরিবর্তন করে ভাল মানের কুলিং ফ্যান লাগাতে হবে।

পাওয়ার সাপ্লাই এর সমস্যাঃ
৩। পাওয়ার সাপ্লাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাদারবোর্ড চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সাপ্লাই না পেলে পিসি বারবার চালু এবং বন্ধ হতে থাকে। তাই অবশ্যই ভাল মানের একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখতে পারেন।

অপারেটিং সিস্টেম সমস্যাঃ
৪। আপনি উইন্ডোজ ৭/৮/১০ যাই ব্যবহার করেন না কেন, কোন ফাইল মিচিং হলে অথবা করাপটেড হইলেও পিসি রিষ্টার্ট নিতে পারে। এক্ষেত্রে রিপেয়ার সেটআপ দিতে পারেন অথবা নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে পারেন।

নতুন প্রোগ্রাম সেটআপঃ
৫। কম্পিউটারের কনফিগারেশনের সাথে নতুন প্রোগ্রাম অথবা গেমস যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলেও রিষ্টার্ট নিতে পারে। প্রোগ্রামটি রিমুভ করে দিয়ে দেখতে পারেন।

ভাইরাস আক্রমনঃ
৬। পেনড্রাইভের মাধ্যমে অথবা অন্যকোন ভাবেও পিসিতে ভাইরাসের আক্রমণ হয়ে গেলে রিষ্টার্ট নিতে পারে। ছোট্ট কিছু কোডিং দিয়েও পিসি বারবার রিষ্টার্ট দেয়া যায়। তাই ভাল এ্যান্টিভাইরাস ব্যবহার করে সবসময় আপডেট থাকুন।

হার্ডওয়্যার সমস্যাঃ
৭। নতুন কোন হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং পিসির সাথে সামঞ্জস্যপূর্ণ না হলেও রিষ্টার্ট নিতে পারে। সাধারণত দু’টি র‌্যাম এ্যাডজাষ্ট না হলেও পিসি রিষ্টার্ট নিতে পারে।

হার্ডডিস্কের সমস্যাঃ
৮। হার্ডডিস্কের ব্যাড সেক্টর থাকলে অথবা অনেক পুরাতন হার্ডডিস্ক ডাটা রিড করতে পারছে না তখনও পিসি রিষ্টার্ট নিতে পারে। হার্ডডিস্ক খুলে পিসি চালু করে দেখুন এখন রিষ্টার্ট নিচ্ছে কি না?

মাদারবোর্ডের সমস্যাঃ
৯। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি। মাদারবোর্ডের কোন পার্টস নষ্ট হয়ে গেলেও পিসি রিষ্টার্ট নিতে পারে। মাদারবোর্ডটি পরিবর্তন করে দেখুন।

১০। সার্ভিসিং সেন্টারে যেতেই হচ্ছে...

Please subscribe, like and share...
Earning from learning